আমাদের কথা খুঁজে নিন

   

অবাধ্য ইচ্ছা

আমি পার্থিব বাস্তবতায় অস্থির, অপার্থিব স্বপ্নপায়ী কেউ একজন . . .

"ইচ্ছা" নামের ঘুড়িটাকে নিয়ন্ত্রণের ইচ্ছা হয় , উদ্দাম এই ইচ্ছাগুলো একেবারেই বাধ্য নয় । রঙিন-অবাধ ইচ্ছাগুলো ঝেড়ে ফেলে শঙ্কা-ভয় , বন্য ঘুড়ি ব্যস্ত এখন রং ছড়াতে আকাশময় । ইচ্ছেঘুড়ি এবার হারায় দিক-বিদিকের দিশা ... মাতাল ঘুড়ির ভেতর এখন আকাশ ছোঁয়ার নেশা । রণ্ধ্রে-রণ্ধ্রে বেজে ওঠে বন্য গানের সুর... মাতাল ঘুড়ি উদ্বেলিত - " আকাশ একটু দূর ! " ঘুড়ির ভেতর জেগে ওঠে তীব্র গতির জোয়াড় , ভীষণ ইচ্ছা মেঘবালিকার হাতটা একটু ছোঁয়ার । অপূর্ব সেই মেঘকন্যা লুকায় নিজের মুখ , ইচ্ছেঘুড়ির আকাঙ্ক্ষাতে গর্বিত হয় খুব ।

মেঘকন্যার কঠোর আদেশ ঝড়ের দূতের তরে তুচ্ছ ঘুড়ির ইচ্ছা যেন দূমড়ে-মুচড়ে মরে । স্বপ্নিল সেই আকাশ এবার পাল্টায় তার রূপ, গহীন-কাল আকাশ এখন ঘুড়ির মৃত্যুকূপ । শিউরে উঠে জীবননাশের নাটক দেখতে পায় ... ইচ্ছেঘুড়ি তীব্র কষ্টে অস্তিত্ব হারায় । । ---------------------------------------------------------------------------------- [এটা সামহোয়্যারে লেখা আমার প্রথম কবিতা, কবিতাটা দেখতে গিয়ে ভুলে "মুছে ফেলুন"-এ চাপ লেগে মুছে দিয়েছিলাম।

তাই আবার রিপোস্ট করলাম। ]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।