আমাদের কথা খুঁজে নিন

   

আমার অবাধ্য মন

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

অবাধ্য মন সেকথা নেবে না কানে চুপ করে থাকে, তবু মিটিমিটি হাসে, চুপি চুপি সুর সাধে গুনগুন গানে... ... ভেবেছিলাম অনেক হয়েছে; আর না। আর কোনো লেখা নয়, আর কোনো পোস্ট নয়। এখন থেকে শুধু পড়ে যাবো। স্ব-পোস্টের প্রতি বিমুখ হতে চেয়েছিলাম; কারণ আমি স্বার্থপর- নিজেরটাকেই বড়ো করে দেখতে চাই। চেয়েছিলাম নিজে না লিখে অন্য লেখকদের কথায় নিজেকে খুঁজে নিতে।

অনেকটা সিনেমার মতো, যেখানে মা-বাবা মারা যাবার পর বড় ভাই নিজের সন্তান নেয় না পাছে ছোট ভাইবোনদের অবহেলা করেন। আমিও ঠিক তেমনি চেয়েছিলাম। এখনো চাই। কিন্তু মন আমার কথা শুনে না। সে লিখতে চায়; শুধু পাঠক হলে তার চলবে না।

মন বুঝে না। আরে মন তুই তো লেখা শিখেছিস অন্যের লেখা পড়েই। মনকে কিছুটা বাধ্য করতেই আবার পোস্ট দেয়া শুরু করলাম। সত্যি বলতে গতকাল শরৎকুমার মুখোপাধ্যায়ের সেই অবাধ্য মন কবিতাটা পড়ার পর থেকেই মন যে আমার খুব বেশী অস্থির হয়ে উঠেছে। তাই আর কাল ক্ষেপন না করে সেই অবাধ্য মনের কবিতা দিলাম সামহোয়ারইন-এ ছেপেঃ কোমল রাগিনী কেউ আজ শুনবে না, দুপুর বেলায় ভৈরবী কেন ধরো? অসম্ভব যে গভীর প্রেমকে চেনা, শিউলি বকুল রজনীগন্ধা হেনা-- এরা সব নাকি মিথ্যে কথায় কেনা; তাই বলি, মন, চুপ করো চুপ করো।

রেশমী স্বপ্ন ছিঁড়েছে হিংস্র কীটে জন্ম নিয়েছি যখন লগ্নে রাহু; বুলবুলি ভরা গরিব চাষার ভিটে হৃদয়মহল, গেঁথেছি পাথরে ইটে আকাশটাকেও বাঁধিয়েছি কংক্রিটে, তাই বলি, মন, হয়ো নাকো উদ্বাহু। অবাধ্য মন সেকথা নেবে না কানে চুপ করে থাকে, তবু মিটিমিটি হাসে, চুপি চুপি সুর সাধে গুনগুন গানে; হঠাৎ দেখছি, কখন অসাবধানে চিড় খেয়ে গেছে পাথর-বাঁধানো শানে-- আর সে-ফাটল ভরেছে দুর্বোঘাসে। ------------------------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।