www.adityaanik.com
অবাধ্য মনোভূমি
কবি তোমার মনোভূমি
রামের জন্মভূমির মতই বিতর্কিত।
ঘষা কাঁচের বাইনোকুলারে আর কত
খুঁজবে পৃথিবীর জন্মস্থান?
এবার সহজ কথায় নিজের কথা
সহজ করে বল।
ঠুনকো পাথর ভাঙে মনের মতন
ধানের চিটায় কাঁদে বিপন্ন কলম।
কাস্টার বোমার মত শিমুল
ফোটার শব্দ শোন, তবু
পৃথিবী-পতনের শব্দ তোমার
কানে বাজে না,
কবি তুমি কেন জান না?
যে না ফেরে সে আর ফেরে না
যে মরে সে ইতিহাস লেখে না।
বৃথাই অবাধ্য মনোভূমে ফলাও
দুর্বোধ্য কবিতা,
চাঁদের দাগসত্য ঢেকে রাখ
মেঘের মিথ্যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।