ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড
চালুনি বলে সুচকে তোর বড় ছ্যাদা।
সম্প্রতি কালের কণ্ঠের একটি লেখাকে কেন্দ্র করে বদরুদ্দিন উমরের উপর এক হাত নিয়ে লেখা গাফফার চৌধুরীর লেখা পড়ে এ প্রবচনটিই প্রথম মনে পড়লো।
Click This Link
এই লেখায় তিনি যে ভাষা ব্যবহার করেছেন তারপর তার বিকৃত মানসিকতা নিয়ে কোন প্রশ্ন চলে না। অবশ্য এ প্রশ্ন না ওঠানোর ব্যবস্থা তিনি অনেক আগেই করেছেন।
গাফফার বাংলাদেশের এক বিরাট প্রহসনের নাম।
একটা মানুষ কী করে এমন বিবেকহীন হতে পারে তা গাফফারের আবির্ভাব না হলে বুঝা যেত না। বদরুদ্দিন উমর কেমন লোক জানি না। তিনি অবশ্য ইদানিং বিএনপি জামাত সমর্থনে অনেক কথা বলেন। অথবা, হয়তো তার কথা সত্য। কিন্তু কথাগুলো ওদের পক্ষে যায়।
প্রবীণ এ বামপন্থী রাজনীতিবিদ বাংলাদেশের মতো নীতিহীন রাজনীতিকদের মাঝে যে আসন করে করে নিতে পারেন নি, তাতে অবাক হওয়ার কিছু নেই। এখানে গাফফারদের মতো চামচারা টিকে থাকে, গুরুত্ব পায়, মর্যাদা পায়। মেজর জলিলদের মতো মুক্তিযোদ্ধারাও শিকার হয় অমর্যাদার। সেখানে বদরুদ্দিন উমর তো কোন ছার!
গাফফারকে নিয়ে নতুন কিছু বলতে গেলে তা সময়ের অপচয় ছাড়া কিছু নয়। তবে অনেকেই আবার প্রশ্ন তোলে-
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটা কী প্রমাণ করে না তার মহত্ব, দেশপ্রেম।
তাদের উদ্দেশ্যে বলি-
গোলম আজমও একসময় ভাষা আন্দোলন করে ছিলো। এ কথা শুনে শওকত ওসমান বলেছিলেন- পতিতারাও একসময় সতী থাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।