আমাদের কথা খুঁজে নিন

   

নিদ্রা দেবী কে লেখা চিঠি

লিখার মত কিছু নাই....বলার মত কিছু নেই, বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি ।

প্রিয় নিদ্রা দেবী, কেমন আছো ? তুমি আমাকে কেন এই ভাবে ভুলেগেলে ?আমার সাথে কি নিয়ে তোমার বিরোধ, তুমি সবার চোখে ঘুম দাও, আমি তোমার কাছে ঘুম চাইলে তুমি অভিমান করো কেন বলো তো ? আজ তোমাকে বলতে হবে, আমি ঘুমাতে চাই তুমি দয়া করে আমাকে ঘুম দাও,আমার দুচোখ না ঘুমাতেঘুমাতে ক্লান্ত হয়ে পড়েছে, তোমার অভিমানেরজন্য ঘুমপাড়ানি মাসি পিসীরা আমার দরজার সামনে এসে আবার চলে যাই,আমি তাদের এত বলি আমাকে ঘুম পাড়িয়ে যেতে তারা তোমার কথা বলে তুমি তাদের মানা করে দিয়েছো আমাকে ঘুম যেন না পাড়ায়। তাই তারা আমার দরজার সামনে এসে আবার চলে যাই। তুমি কেন এমন রাগ করে আছো, হ্যা আমি তোমার সাথে অনেক দুরব্যাবহার করেছি আগে তুমি আসতে আমার কাছে আমি তোমাকে অনেক বকা দিয়ে তাড়িয়ে দিয়েছি, এইটা আমি অন্যায় করেছি আমি জানি, তাই বলে তুমি এত রাগ করবে , এই বারের মত মাফ করে দাও প্লিজ প্লিজ। আর তোমার সাথে খারাপ ব্যাবহার করবো না কথা দিচ্ছি।

এই বার অন্তত আমাকে মাফ করে একটু ঘুম দিয়ে যাও, আমি আর নিশাচর প্রানী হতে চাই না। আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। তোমার কাছে আমার আকুল আবেদন। তুমি ঘুম পাড়ানি মাশি পিশীদের পাঠিয়ে দাও। আমি ঘুমাতে চাই।

ইতি একজন নিদ্রাহীন মানুষ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।