এসো নীপবনে আমি জানি না এই ছবিটা নিয়ে কারো কোনো মন্তব্য আছে কিনা। তবে আমার এই লেখার সাথে এই ছবিটির কিন্তু মিল আছে। ছবিটির নাম- 'Sleep and Death The Children Of The Night'। এটি ১৮৮৩ সালে আঁকা হয়। শিল্পীর নাম Evelyn Pickering De Morgan প্রতিটি রাত কি কষ্টে আমি সঁপে দিই নিজেকে প্রতিটি রাত কি আশায় আমি দু'চোখ বুজি সে কেবল আমি জানি। প্রতিদিন আমার মন বৃষ্টি ভেজা সকাল সারা রাত বৃষ্টির পর ঝরঝরে সকাল প্রতি সন্ধ্যায় আমার মন বৃষ্টি ভেজা কাক উটকো নয়, আষাঢ়ের একটানা বৃষ্টিতে ভেজা। এরপর শুরু হয় থিতানো, ঢেঁকীর গান একটানা মাথার ভেতর, আমি পারিনা থামাতে ফের নিজেকে সঁপে দিই নিদ্রায় দু'চোখ বুজি নতুন কোন আশায় কে জানি বলছিলো- 'প্রতিদিনের নিদ্রা নাকি চিরনিদ্রার দৈনিক ট্রায়াল' আমি মূল নাটকের অপেক্ষায় আছি। ০৭/১০/২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।