আমাদের কথা খুঁজে নিন

   

একটি কাঠের পোক + আমি = নিদ্রা বেঘাত

মহাশক্তি বাতাস আর বিশালতায় ছেয়ে থাকা আকাশের বুক থেকে ঐযে ছোট্ট বালকটি যেভাবে তার ঘুড়িটাকে নিজের আয়ত্তে নিয়ে আসে। ঠিক তেমন করে যদি আমার জীবনটাকে নিজের করতে পারতাম। এতক্ষণ খেয়াল করিনি কিন্তু হঠাৎই ধরা পড়লো একটা কাঠ কাটার পোকা মাথার পাশে ঘেনর ঘেনর শুরু করছে। সারাদিন বহু খাটা-খাটনি গেছে শরিরের উপর দিয়ে, এখন একটু ঘুমাতে এসে এই অসভ্য পোকের আচরণে পুরাই বেসামাল ! কিন্তু রাত বিধায় আস্তে করে খাটের সেই স্থানে টোকা দিতেই থেমে গেল পোকাটা। ভাবলাম যা হোক, হয়তো থামছে। এই ভেবে যখনই চোখ দুইটা বন্ধ করলান ঠিক তখনই একই শুরে শুরু হলো ঘেনর ঘেনর ! মেজাজতো চরমে ! আবার কয়েকটা টোকা দিতেই থেমে গেল শব্দ, সমস্ত শব্দ নৈশব্দের গহ্‌বরে চলে গেল। আবার ঘুমাবার চেষ্টা করি অমনি বিঘ্‌ন ঘটে। এমন করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি, সকালে অবশ্য আর ওই বিদঘুটে শব্দটা কানে আসেনি !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.