আমাদের কথা খুঁজে নিন

   

নিদ্রা হারা রাতের এই গান.....

ছিল রুমাল...হয়ে গেলো....

-ঘরে ঢুকেই টিভি টা অন না করলে চলে না? -না চলে না, তোর সাথে কচর কচর করার চাইতে বোকা বাক্সের বকবকানি অনেক ভালো। -তাই বুঝি, তাও যদি কোন কিছু মন দিয়ে দেখতি, আচ্ছা বল দেখি আজকের ব্রেকিং নিউজ টা, এক্ষুনি কিন্তু দেখালো। -জানিনা, পৃথিবীর কোন মানুষটা আমার খবর রাখে যে আমাকে অন্যের খবর নিয়ে বেড়াতে হবে? প্রয়োজনটুকু উশুল করে নিয়ে যে যার পথে চলে যায়, তারপর আর কে কার খবর রাখে? এখানে প্রয়োজনটাই সবকিছু , বাদ বাকী সব মিথ্যা। -তুমি নিজেও তো এদেরই একজন। -না! -চিৎকার করলেই সত্যটা মিথ্যা হয়ে যায় না।

-না, না, না ...কোনোদিন মানুষ ছিলাম না আমি, হে নর হে নারী, আমি.... -হা হা হা... -হেই, হোয়াট মেকস ইউ লাফ? -হা হা হা, তুমি অন্য কোন নক্ষত্রের জীব, এবার বলো... -শাট আপ, গেট দ্যা হেল আউট অফ মাই সাইট -ভুল হলো বলো, গেট দ্য হেল আউট অফ মাই মাইন্ড -আহ আর পারছিনা, মাথাটা মনে হচ্ছে এনি ফেটে যাবে ব্যাথায়, প্লিজ লিভ মি এলোন, ফর গডস সেক। -বাট ইউ অলওয়েজ সে, ইউ ডোন্ট বিলিভ ইন গড! -ওহ! ইনাফ ইজ ইনাফ - ওক্কে, আই'ম লিভিং ইউ ফর দ্যা টাইম বিয়িং, বাট আই'ল বি ব্যাক ভেরি সুন। -আই নো দ্যাট, আই নো দ্যাট, আই নো দ্যাট। -যাচ্ছি তো বাবা এতো চিৎকার করার কি আছে। -এই এভাবে শুয়ে আছিস কেনো? -আমার ইচ্ছা।

-এই অসময়ে কেউ ঘুমায়? -ঘুমাইনি মটকা মেরে শুয়ে আছি। -তাহলে উঠে পড়। -পারছিনা মনে হচ্ছে কেউ হাত পা বেঁধে ফেলে রেখেছে। -রাত প্রায় দশটা বাজে, উঠে কিছু একটা খেয়ে নে। -খেতে ইচ্ছা করছে না।

-এভাবে দিনের পর দিন.... শরীর টিকবে? -শরীরটা একেবারে ভ্যানিশ হয়ে গেলে সবচেয়ে ভলো হয়, তোর মতো কায়াহীন হয়ে মানুষের মগজের মধ্যে ঢুকে পরতাম! -তোর ধারনা আমার জীবনটা খুব সুখের, -নাহ। তা হবে কেনো আমার জীবন সুখের না হলে তোর কেমন করে সুখের হয়। -রাত কতো হলো খেয়াল আছে? -নাহ্ রাত বারোটার পরে আমি আর ঘড়ি দেখিনা, তবে অনুমান করতে পারি, পৌনে তিনটা হবে -হুম, অনুমান প্রায় সঠিক। -রাতের পর রাত এভাবে কেনো জেগে থাকিস বলতো? -কেনো? কারণ ‌'আমার কিছু কথা আছে, ভোরের বেলার তারার সাথে'....খুব জরুরী কথা... -এতো রাত চলে গেলো আজ পর্যন্ত বলা হয়নি সে জরুরী কথা! -না। কি করে বলবো ঠিক ভোর বেলাতেই রাজ্যের ঘুম এসে আমার চোখ পেতে বসে! আহা, কতদিন আমি সকাল দেখিনা, সুর্য ওঠার সময় আকাশের রং কেমন হয়, বাতাসে কি কোন অচেনা গন্ধ পাওয়া যায়? আমি সব ভুলে গেছি! -আবার সব একদিন মনে পড়ে যাবে, আবার তুমি সকাল দেখবে... -আর কবে! -ঠিক যেদিন তুমি চাইবে।

-কিভাবে যে চাইতে হয় সেটাও যেন কবে ভুলে গেছি। -আচ্ছা আপাততঃ আমার সঙ্গে একটা গান গাও, আমি জানি ওটা তুমি ভোলোনি.... - নিদ্রা হারা রাতের এই গান... - বাঁধবো আমি কেমন সুরে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।