আমাদের কথা খুঁজে নিন

   

নিদ্রা

আমার সময়ের চাকা বন্ধ হইবে যেইদিন...

জানালা ভেদী সূর্য কমল আর ঘুম চোখের অভদ্র কুন্চন। শয়ন কিনারে শূণ্য পানির পাত্র, কন্ঠ যে পিপাসায় কাতর। এ যেন আমার রোদেলা ভোর। ব্যস্ত সকাল ব্যস্ত আমি, ব্যস্ত সবি, ব্যস্ত সবি... চলছে গাড়ি চলছে ঘোড়া, চলছি আমি। চাই এক কণা অবসর আর এক কণা জীবন।

সূর্য মাথায় অসীম দুপুর আর এক কণা ঘুম। এক কণা ভালোবাসা আর অসীম কষ্ট। ক্ষীপ্ত দুপুর, ক্লান্ত বিকেল ক্লান্ত ঘোড়া, ক্লান্ত পথ আর পরাজিত পথিক, অসীম শূণ্যতায় সাঁঝের প্রহর গুনে। স্বপ্ন ভরা স্বপ্নিল মেঘের দল বাতাসে প্রবাহমান। স্বপ্ন ভন্গে সৈনিকের পরাজয়, দিনের আলেয়া পতিত হয়।

সূর্য নামে সাঝেঁ, ব্যাথার ঘোরে, রাত্রি নামে চোখে। এ যেন আমার এক পলক অসীম নিদ্রা। আমি তবু অপেক্ষমান। আমার রোদেলা ভোর, আমার ক্ষিপ্ত দুপুর আর ক্লান্ত পরাজিত সৈনিকের মৃত স্বপ্নের পাশে। আরেকটি নিদ্রার আশায়।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।