জলের উপর ভেসে যাওয়া ছিন্নমূল তৃণের মত
ভেসে গেছি একলা একা,
গন্তব্য কি? কেউ জানে না,
ত্রিসীমানায় খোঁজ কেউ রাখে না,
কেউ ডাকে না এই কিনারে একটু থামো,
নির্বাসনে যাও যেদিক খুশি, মাথার কসম এ হাত তবু আঁকড়ে রাখো |
আমি শুধু ভেসেই গেছি জলের স্রোতে
জলের মত ই গন্তব্যহীন,
রাতে ও দিনে একলা একা|
হঠাত্ করেই তেষ্টা পেলে পিছন ফিরে দাখার,
যদিও আমার সে পথ ভিষণ ব্যর্থ ছিলো
তবুও হঠাত্ করেই সব অভিমান ফুরিয়ে গেল
সব বেদোনা জুড়িয়ে গেলো !
বিনিদ্র চোখে নিদ্রা নিয়ে ঘুমাবো বলে
উজান বেয়ে বৈরী স্রোতে তাইলো এলাম,
ফিরেই এলাম তিন পুরুষের বসতভিটেয়,
যদি আবার নির্বাসন দাও দিতে পারো, দাও খেদিয়ে
সে অধিকার তোমায় দিলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।