আমাদের কথা খুঁজে নিন

   

ছিনতাইয়ের সময় গাড়ি থেকে পড়ে মৃত্যু

এ সময় গুরুতর আহত হয় তার সাত মাস বয়সী মেয়ে।  
রোববার সকালে হালশিহরের আগ্রাবাদ এক্সেস সড়কের রাজমুকুট কমউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আঞ্জুমান আরা (৩০) আগ্রাবাদের হাজীপাড়ার আমেনা কলোনীর বাসিন্দা মো. কামরুজ্জামানের স্ত্রী।
আঞ্জুমানের মেয়ে ইসরাত জাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হালিশহর থানার ওসি শাহজাহান কবির বলেন, স্বামী সন্তানসহ আঞ্জুমান একটি ব্যাটরিচালিত ইজিবাইকে করে নগরীর বড়পোল যাচ্ছিলেন।
এ সময় একটি সিএনজি অটোরিকশায় আসা একদল ছিনতাইকারী আঞ্জুমানের ব্যাগ ধরে টান দিলে কোলে থাকা মেয়ে ইসরাত জাহানসহ তিনি রাস্তায় পড়ে যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আঞ্জুমানের মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান ওসি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.