আমাদের কথা খুঁজে নিন

   

ছিনতাইয়ের কবল থেকে ফিরে এসে.........

যুদ্ধাপরাধীদের বিচার চাই

রাত প্রায় ১২ টা । না আজ অনেক দেরি হয়ে গেছে। বাসায় যাওয়ার জন্য এখন বাস পেলে হয়। বাসস্ট্যান্ড এসে দেখি কোনই বাস নেই। কি আর করা, সিএনজি খুজতে লেগে গেলাম ।

সামনে কিছুদুর যেতেই একটা পেয়েও গেলাম। গন্তব্য জানাতেই সে রাজি । তবে নিয়ম মাফিক ৩০ টাকা বেশি দিতে হবে । সাধারনত আমি সি এন জি তে উঠি না । রাতে তোকথাই না ।

সি এন জি অলা খুব দিলখুস ভাবেই সি এন জি চালাচ্ছে । মুখে একটা গোললিফ সিগারেট । গুনগুনিয়ে মনে হয় একটু গানও গাচ্ছে । হঠাৎ সে বায়ে মোড় নিয়ে একটা গলিতে ঢুকে পরে । আমি তাকে মেইন রোড দিয়ে যেতে বললাম ।

সে জানাল এই পথ দিয়ে গেলে তারাতারি যাওয়া যাবে। গলিটা আমার চেনা হলেও কেমন জানি ভয় ভয় করতে লাগল । কিছুদুর যাওয়ার পরই সি এন জির স্টার্ট অফ । কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে । সামনে কি হতে পারে বুঝে ফেললাম ।

সাহস করে সি এন জি আলাকে কি হল জিজ্ঞাসা করতেই বললো ব্যাটারির লাইন ঢিলা । সে তা ঠিক করতে গারির পেছনে গেল । মনে মনে ঠিক করলাম শালা পেছনে গেলেই দরজা দিয়ে ভো দৌড় লাগাব । কিন্তু বিধিবাম । খেয়াল করলাম আমি এক খাচায় বন্দি যার খোলার হুক সামনে ড্রাইভারের খাচায় ।

ঐ সময়ের মত আমাকে মনে হয় এত অসহায় মনে হয় নি । সামনে তাকিয়ে দেখি ২ জন জিন্স পরা ছেলে এগিয়ে আসছে । আমি তারাতারি মোবাইলের সিমটা খুলে আলাদা করলাম । যেটক রক্ষা করা যায় আর কি । কিন্তু না ছেলেগুলো আমাকে পাশ কাটিয়ে চলে গেল ।

কিছুক্ষণ পরে ড্রাইভার হারামজাদা পান খাওয়া লাল দাত দিয়ে ফিক করে হেসে দিয়ে বলল বস সব ঠিক । এরপর সি এনজি স্টার্ট দিয়ে ঠিকমতই বাসায় নিয়ে আসল । তারাতারি ভাড়া দিয়ে বাসায় ঢোকা শুরু করলে সে বলল '' বস রাইতের বেলা আর ১০ টা টাকা বেশি দেন '' । হাসি মুখে না বলে তাকে বিদায় জানালাম । অবশ্য মনে মনে রাগে গিজগিজ করতে লাগলাম ।

''হারামজাদা ৩০ টাকা বেশি নিয়ে টেনশনে আমার হায়াত ১ বছর কমিয়ে আবার ১০ টাকা বকশিশ চাস । '' এক দৌড়ে বাসায় গিয়া ফ্রীজ থেকে ঠান্ডা পানি বের করে ঢকঢক করে খেয়ে নিলাম । না কালকে ১ম ভিক্ষুককে ১০ টাকাই দিয়ে দিব ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.