আমাদের কথা খুঁজে নিন

   

ছিনতাইয়ের ছেয়ে কম কিসে



বন্ধু ভাবীকে নিয়ে জিয়া উদ্যানে গেল। ঢাকায় নতুন। বসে দুজন কথা বলছে। এক হকার এসে বললো ভাই ঠান্ডা লাগবে। না বলার পরও সে নিজেই খুলে ফেললো।

মুলত খোলাই ছিল। পাশে রেখে চলে গেল্। একটু পরে এসে বিল খুজলো। তারা বললো আমরাতো দিতে বলিনি। বিল দেবনা।

সে বললো ছোট ভাইরা আবদার করে দিয়েছি। এরকম দেয়। বিল দেন। অনেক ঝগড়ার পর বিল দিতে সম্মত। কিন্তু বিশ টাকা দিতেই সে রাগ হয়ে বললো আরে এটাতো একশ টাকা।

অনেক তর্ক অনেক ঝগড়া। এক পর্যায়ে হুমকি , আমার নাম শান্ত। এখনো আপনার সাথে রাফ বিহেফ করিনি ...ইত্যাদি ইত্যাদি। পরে ভাংতি কথা হলো ত্রিশ টাকা। আরও দশ টাকা ভাংতির জন্য বড় নোট নিল কিনতু বললো জানগা ভাংতি নাই।

বলেই সে হাটা দিল। পাশের লোকরা বললো এটাতো ভাই এক ধরনের ডাকাতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.