আমি চিরতরে দূরে চলে যাবো তবু আমারে দেবোনা ভুলিতে
যখন প্রথমবার ছিনতাইয়ের শিকার হই, এত অবাক হয়ে গেছিলাম যে ঘটনা ঘটে যাবার অনেকক্ষণ পরেও ঠিক মত কথা বলতে পারিনি।
ঢাকায় তখন নতুন এসেছি, শর্টকাটের কথা বলে রিক্সাওয়ালা এক অচেনা গলিতে ঢুকিয়ে মামুদের কাছে নিয়ে গেলো...এরপর হাতের ঘড়িখানা, কি প্যাডের অক্ষর ওঠা মোবাইল, আর কিছু নগদ টাকার হাত বদলের মানবিক কাহিনীর অবতারণা।
ঢাকায় হলে তাও দুঃখ লাগেনা, কিন্তু ঈদে বাসায় যাবার পথে একটু ভোরের দিকে বাসা থেকে অল্প কিছু দূরে যখন এই ঘটনা ঘটলো তখন আক্ষেপে হাত কামড়াতে ইচ্ছা করছিলো, কিন্তু গলায় রাম দাও ঠেকানো থাকায় আক্ষেপ ই সঙ্গী হয়ে রইলো
ক'দিন আগে হ্যাট্রিক পুরা হলো।
রাত সাড়ে দশটার দিকে রিক্সায় করে বাসায় ফিরছিলাম...হঠাৎ চমকে উঠে টের পেলাম রিক্সার পিছন দিক থেকে কেউ এক হাতে গলা পেঁচিয়ে ধরে অন্য হাতে ক্ষুর ধরে মানিব্যাগ ও মোবাইল দিয়ে দিতে বলছে...আমি মন্ত্রমুগ্ধের মত এবারো তাই করলাম...
এরপর কপালে কি আছে তাই ভাবছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।