আমাদের কথা খুঁজে নিন

   

ছিনতাইয়ের একটি সত্য ঘটনা ।

ঘুম ভঙ্গলো এক বন্ধুর মোবাইল ফোনের রিংএ । সকাল ৬.৩০ এ ট্রেন তারাতারি রেডি হয়ে ট্রেন ধরতে হবে বিরিসিরি যাওয়ার জন্য । তাই সবাই আমরা ৬ টার মধ্যে রেস্ট হাউজ থেকে বের হয়ে গেলাম । সবাই রিক্সা নিয়ে স্টেষনের দিকে রওনা হয়ে গেলেও আমি আর আমর এক বন্ধু ইমন রিক্সা পেতে দেরি হয়ে গেলো । আস্তে আস্তে সুর্যের আলো ফুটতে শুরু করলেও কুয়শায় কিছু দেখা যাচ্ছিল না ।

স্টেশনের খুব কাছাকাছি পৌছেগেছি হঠাৎ করে কুয়াশা ফুরে তিনটি ছেলে উদয় হলো । প্রথমে কিছু না থকলেও রিক্সার কাছাকাছি আসতেই দেখতে পেলাম ওদের হাতে ছুরি । তখন আর বুজতে বাকি রইলো না কি ঘটতে যাচ্ছে । পুরো রাস্তাটা কুয়াশায় ঢাকা দশ হাত দুরের কিছুই দেখা যায় না । ছিনতাইকারিরা কুয়াশাটাকে ভালো একটা বর্ম হিসাবে বেছে নিয়েছে।

এই কুয়াশা দেখে আমরা কতইনা মুগ্ধ হই । আর এই কুয়াশারই আরেকটা রূড় দিক আছে ভাবাই যায় না । মানুষের প্রয়জনে মানুষকে সময়ে অসময়ে বের হতে হবে । কিন্তু শীতে কুয়াশার মধ্যে সবাই একটু সাবধানে থাকবেন যাতে আমার মত অবস্থায় পরতে না হয় । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.