সরকারবিরোধী আন্দোলন ও নাশকতা ঠেকাতে এবার নতুন পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। সঙ্গে আছে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগ। প্রতি ওয়ার্ডে গঠন করা হয়েছে ছাত্র, যুব, শ্রমিক ও মুক্তিযোদ্ধা স্কোয়াড। এসব স্কোয়াড নাশকতা ঠেকাতে হরতাল-অবরোধে মাঠে সক্রিয় থাকবে। মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, 'আমরা ননীর পুতুল নই। কেউ হামলা করবে আর আমরা ঘরে বসে থাকব, তা হয় না। জামায়াত-শিবিরের নাশকতা প্রতিরোধে নগর আওয়ামী লীগ ছাত্র, যুবক, শ্রমিক, মুক্তিযোদ্ধা, নারী ও স্বেচ্ছাসেবক স্কোয়াড গঠন করা হয়েছে। সবাইকে নিয়ে নাশকতাবিরোধী মাঠ তৈরির কাজ অনেকটা গুছিয়ে এনেছি। একাত্তরের মতো দুর্জয় সাহস নিয়ে গণতান্ত্রিক পন্থায় আমরা সন্ত্রাস প্রতিরোধ করব। দলীয় সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবরের পর থেকে টানা হরতাল-অবরোধ চলাকালীন নানা ধরনের নাশকতা চলছে চট্টগ্রামসহ সারা দেশে। বিরোধীদলীয় এ নাশকতা ঠেকাতে সরকারি দলের চার সংগঠন নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে। এরই মধ্যে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে- কোনো ওয়ার্ডে, পাড়ায় বা মহল্লায় অপরিচিত কাউকে দেখলে, সন্দেহজনক হলে সঙ্গে সঙ্গে তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা, ওয়ার্ডভিত্তিক অবস্থান করে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিরোধ, নাশকতার কাজে কারা জড়িত, কাদের নির্দেশে এসব হচ্ছে তাদের চিহ্নিত করাসহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, প্রতি ওয়ার্ডকে তিনটি জোনে ভাগ করা হয়। প্রতি জোনে ২০ জন করে 'ছাত্র স্কোয়াড, যুব স্কোয়াড, শ্রমিক স্কোয়াড ও মুক্তিযোদ্ধা স্কোয়াড' নিয়ে প্রতি ওয়ার্ডে মোট ২৪০ জনের স্কোয়াড গঠন করা হয়। এখন থেকে নগরীর ৪১টি ওয়ার্ডে ৯৮৪০ জন স্কোয়াড থাকবে রাজপথে। এর আগে গঠন করা হয়েছে ওয়ার্ডভিত্তিক সামাজিক প্রতিরোধ কমিটি।
নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ জানান, হরতাল-অবরোধের সময় বহিরাগত নাশকতাকারীদের চিহ্নিত করতে স্থানীয়ভাবে নেতা-কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, গত ১৪ ডিসেম্বর ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলার এক যৌথ সভায় সিদ্ধান্ত হয়- নগর ও নগরের আশপাশের কিছু চিহ্নিত এলাকার গুরুত্বপূর্ণ স্পটে তিন জেলার নেতারা অবস্থান করবেন। নগর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান রুমি বলেন, আমাদের মুরবি্ব সংগঠন আওয়ামী লীগের পক্ষ থেকে রাজপথে থাকার যে নির্দেশনা আছে সে অনুযায়ী মাঠে থাকব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।