আমাদের কথা খুঁজে নিন

   

আবারও পেছাচ্ছে প্রিমিয়ার ক্রিকেট

অবশেষে প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ মাঠে গড়াতে যাচ্ছে। গতকাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগের কো-অর্ডিনেটর সাবি্বর আহমেদ রুবেল। আগের নির্ধারিত তারিখ ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে দলবদল। 'এ' প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের অকশন দিয়ে দলবদল শুরু হবে বিকাল ৩টায়। তবে ৩ সেপ্টেম্বর লিগ শুরুর যে তারিখ ঠিক ছিল, ক্লাবগুলোর দাবিতে সেটা পিছিয়ে যেতে পারে। প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে গত ফেব্রুয়ারি থেকে নাটক চলছে। এর মধ্যে চার-পাঁচবার দলবদল এবং লিগ শুরুর তারিখ ঘোষণা করেছে বিসিবি। কিন্তু ক্লাবগুলোর দাবি এবং নির্বাচনী ঝামেলার জন্য শুরুর পদক্ষেপ নিতে পারছিল না বোর্ড। অবশেষে গতকাল ১২টি ক্লাব কর্মকর্তার সঙ্গে বৈঠক করে দলবদলের চূড়ান্ত সময় ঠিক করে সিসিডিএম। ২৫ আগস্ট দলবদল করলেও ক্লাবগুলো অনুশীলনের জন্য লিগ কয়েক দিন পেছানোর দাবি করেছে বলে জানান কো-অর্ডিনেটর রুবেল, 'দলবদল নিয়ে কোনো প্রশ্ন ছিল না ক্লাবগুলোর। কিন্তু লিগ শুরু নিয়ে ক্লাবগুলোর অনুরোধ ছিল। তারা অনুশীলনের জন্য লিগ পেছানোর অনুরোধ করেছে। বিসিবি এ বিষয়ে পরবর্তীতে আলোচনা করে লিগ শুরুর তারিখ ঘোষণা করবে।' এ ক্ষেত্রে এক সপ্তাহ পিছিয়ে লিগ শুরুর সম্ভাবনা রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.