আমাদের কথা খুঁজে নিন

   

প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান লালনের ওপর সন্ত্রাসী হামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অজ্ঞাত কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ উঠেছে। লালনের চাচা তৌহিদ সরকার জানান, ২৭ অক্টোবরে হরতাল চলাকালে মিজানুর রহমান লালনের নেতৃত্বে বাউশিয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল করছিল। এ সময় মিন্টু বাহিনীর প্রধান ও ১৮দলীয় কর্মী মিন্টুর নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী ওই মিছিলে হামলা চালিয়ে লালনকে মারাত্দক আহত করে। লালন ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুশয্যায়। এ ঘটনায় মিন্টুসহ ১৩ সন্ত্রাসীর বিরুদ্ধে ওইদিনই মামলা করা হয়। তৌহিদ আরও জানান, মামলার সাত দিন পার হয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্টা মামলা তুলে নিতে নানা হুমকি দেওয়া হচ্ছে। গজারিয়া থানার ওসি বাদীর অভিযোগ অস্বীকার করে জানান, মামলাটি তদন্তাধীন। আসামিদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.