আমাদের কথা খুঁজে নিন

   

হাওয়াই চিরকুট

ঘুম-তার্কিক

১। স্যুইসাইডাল নোটে কিছু রক্তাক্ত সংলাপ লেখা থাকে, সংবেদ ঠেলে উঠে আসে পাঁজর- প্রাদেশিক অট্টালিকা- -সব স্হির- শিমুলের ডালে ডালে রটে গেছে কথা- সম্পর্ক- সে তো চার-হাত বিঘত প্রাচীর, বাতি কেটে নিভে গেছে আলো- -নিশ্চুপ চারপাশ- -এর বেশি বলেনি বাতাস। ২। উন্মত্ততার সাক্ষী মেলে না- পাখিদের আনন্দ ছুঁয়ে বেঁচে থাকা চলে- বলে- ভুলে যাই বেঁচে থাকার যৌথ জানালা- এরকম অবাক্‌ কোলাহলে। ৩। জমাট বাতাসকে মলাটে তুলে আনি, দূরে কোন শব্দ শুনেছ? -প্রহর গুনছে করাঘাত, ভেতরে ভেতরে বাড়ে টলেমির হিসেব নিকেশ। ৪। জল ঘুর ঘুর- জলের কালো নদী- জল ঘুর ঘুর- দুপুর দুপুর রোদ, জল ঘুর ঘুর- ঐ তো কিছু পাখি, জল ঘুর ঘুর- উধাও প্রতিশোধ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।