ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
হাওয়াই মণ্ডা/ শেখ জলিল
রাস্তায় জটলা নেই, সুনসান পাড়া
গলির মোড়েতে নেই গুণ্ডা
র্যাবের পাহারা চলে সতর্ক আইন
ধরা খেলে হবে নুলা-টুণ্ডা!
দুর্নীতিবাজেরা সব করে সমাবেশ
কারাগারে পরে বেড়ি-ডাণ্ডা
ক্রসফায়ারে তাদের হয়নি মরণ
বেঁচে আছে কোনোমতে জান্ ডা!
বখাটে ছেলের দল বেকার জীবন
ঘরে বসে পারে আণ্ডা
মায়ের বকুনী আর বাবার শাসন
সম্পর্ক ভীষণ ঠাণ্ডা।
বাজার বেজায় চড়া লাগামবিহীন
পাগলা ঘোড়ার ষণ্ডা
চাকরির খোঁজে দেখো ঘুরছে সবাই
প্রাপ্তিতে হাওয়াই মণ্ডা!
২৭.১২.২০০৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।