বিবেক খাটাই
ভারতের মহিয়সী লেখিকা সরোজনী নাইডু বলেছেন ,
" এটাই প্রথম ধর্ম যা গণতন্ত্র প্রচার ও চালু করেছে। মসজিদ হতে যখন আযান ধ্বনিত হয় , উপাসনা কারীরা তখন মসজিদে একত্রিত হয়। ইসলামে গণতান্ত্রিক নিয়মে দিনে পাঁচ বার নামায সংগঠিত হয় , যেখানে রাজা প্রজা পাশাপাশি নতজানু হয়ে ঘোষনা করেন -আল্লাহ সর্বশ্রেষ্ঠ। ...... আমি বারংবার অভিভূত হয়েছি ইসলামের অখন্ড ঐক্য - যা মানুষকে সহজ ভাবে ভাই ভাই করে তোলে। যখন আপনি লন্ডনে একজন আলজেরীয়র সাথে মিশরীয়র , একজন ভারতীয়র সাথে একজন তুরস্কীয়র সাথে দেখা করেন , তারা সবাই ভাই।
যদিও একজনের মাতৃভূমি মিশর এবং অপর জনের মাতৃভূমি ভারতে। "
মহাত্মা গান্ধী বলেছেন ,
" ইসলাম হচ্ছে তাই যা স্পেনকে সুসভ্য করেছে , মরক্কোতে আলোর মশাল নিয়ে গেছে এবং পৃথিবীতে সৌভ্রাতৃত্ব বোধ প্রচার করেছে । "
U S A Today পত্রিকা বলেছে ,
" ইসলাম আমেরিকানদের জোয়ারের টানের মতই প্রবল শক্তিতে কাছে টেনে নিচ্ছে। আমেরিকানরা এ ই সার্বজনীন বিশ্ব ধর্মের প্রতি ক্রমশ ই ঝুঁকে পড়ছে। "
লন্ডন টাইমস পত্রিকা লিখেছে ,
" পাশ্চাত্যের লোকেরা নিজেরাই নিজেদের সমাজের প্রতি নিরাশ হয়ে পড়ছে।
তাতে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা , পারিবারিক ব্যবস্থা ধ্বংশ, মাদকাশক্তি ব্যপক আকার ধারন করছে। শেষ পর্যনত তারা ইসলাম প্রবর্তিত নিয়ম শৃঙ্খলা ও নিরাপত্তার প্রশংসায় পন্ঞমুখ হচ্ছে। "
ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক লে: কর্ণেল এবং নওমুসলিম ইংল্যান্ডের সর্ব প্রথম হাজী লর্ড হেডলি মন্তব্য করেন ,
" ইসলামের প্রকৃত রূপ যদি প্রচার করা যায় তাহলে গোটা বিশ্ব বিশেষ করে পশ্চিমা বিশ্ব এর প্রতি ঝাঁপিয়ে পড়বে। আমি পশ্চিমা বিশ্বের মানুষ এবং আমি আমার জাতিকে ভাল করে জানি । তারা তাদের বর্তমান ধর্ম নিয়ে খুবই ক্লান্ত ।
তারা ইসলামের মত একটি ধর্ম খুজেঁ ফিরছে। "
বিস্ময়াবিভুত বিশ্ববিখ্যাত জার্মান মনিষী গেটেও (GOTEO) ইসলামের প্রকৃত রূপ জানতে পেরে বলেন ,
" এই যদি হয় ইসলাম তাহলে আমরা সবাই কি ইসলামের জগতে বাস করি না ? "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।