আমাদের কথা খুঁজে নিন

   

এবার ধানের গাছ চায় বিএনএফ

গমের শীষ নয়, এবারে দলীয় প্রতীক হিসেবে 'ধান গাছ' চাইবে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন প্রত্যাশী বহুল আলোচিত রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ। এদিকে কোনো রাজনৈতিক দলের সাদৃশ্যমূলক প্রতীক অন্য কোনো দলকে দেওয়া হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে বিএনএফকে নিবন্ধন দেওয়া নিয়ে নির্বাচন কমিশনাররা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। গতকাল ইসির অনানুষ্ঠানিক বৈঠকে দলটির নিবন্ধনদেওয়া নিয়ে অনেকটাই বিতর্কে জড়িয়ে পড়েন নির্বাচন কমিশনারা। দুজন নির্বাচন কমিশনার এই দলকে নিবন্ধন দেওয়ার জন্য সক্রিয় ভূমিকা পালন করছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, কোনো দলের সাদৃশ্যমূলক প্রতীক অন্য কোনো দলকে দেওয়া হবে না।

দলীয় প্রতীক চাওয়ার ব্যাপারে গতকাল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের প্রধান কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আমার দলের লগো হিসেবে ধান গাছ ব্যবহার করা হচ্ছে। বিতর্ক সৃষ্টি করার জন্য দলের প্রতীক হিসেবে ধান গাছ প্রত্যাশা করছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির প্রতীক হলো ধানের শীষ, ধান গাছ নয়। আর প্রত্যেক ধান গাছে ধান হয় না, চিটাও হয়। তাই আমি ধান গাছ প্রতীক হিসেবে চাই। তিনি বলেন, ঈদের এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করবেন বলে আমি জেনেছি। নিবন্ধন পেলে আগামী নির্বাচনে অংশ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, নিবন্ধন পেলে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আমরা প্রার্থী দেব। তিনি আরও বলেন, আমরা সবসময় সামরিক বাহিনীর পাশে থাকব। এদিকে দেশের ৪০তম রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধনের সার্টিফিকেট পেল বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট। ইসি এ দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারির পর কোনো দাবি-আপত্তি না পাওয়ায় দলটিকে নিবন্ধন সার্টিফিকেট দেয়। গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মেছবাহ উদ্দিন আহমদের কাছ থেকে দলের বোর্ড প্রধান আবু লায়েস মুন্না নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.