কত সাধের ধন মেয়ে জনমায় মায়ের কোলে
বাবাও তারে আদর করে বুকে বসায়ে দোলে।
তিলে তিলে হয় সে বড় মুখে ফোটে আধো বোল
হাঁটতে সে শেখে আর ছেড়ে দেয় মায়ের কোল।
ব্যাগ হাতে ইস্কুলে যায় মনে তার আশা বড়ো
দেশ দশের উপকার করবে সেবায় হবে দৃঢ়।
আদরের বাবা মা, আছে ছোট ছোট ভাইবোন
সবাইকে নিয়ে আনন্দ রবে বিভোর এই মন।
রোজ ত্যক্ত করে তাকে পথের নষ্ট ছেলের দল
পথ একটাই ইস্কুলে আর কিভাবে যাবে সে বল?
বলতে না পারে মাকে, একথা না পারে বাবাকে
নীরবে একেলা সে দুঃখ কষ্টে গুমরাতে থাকে।
কারো কোনো অনিষ্ট না করে কেন এই গতি!
বদ ছেলেদের হয় না শাস্তি, কে বুঝবে ক্ষতি?
গাছকে বকলে মানুষ, যেতো সে অপমানে মরে
পিছু লেগে কষ্ট দিলে মেয়েরা এখন তাই করে।
নিরালায় নিজেকে শেষ করে পায় সে মেয়ে মুক্তি
এই অপমৃ্ত্যুকে বাবা-মা কি বলে মানবে নিয়তি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।