আমাদের কথা খুঁজে নিন

   

আমি অপমানিত, আমার বিশ্বজয়ী সরকার কোথায় এখন?

আমার চোখে বর্তমান...

কে কোন দেশের বা কোন জেলায় জন্ম - তাতে তার পরিচয় কখনো হতে পারেনা। নোয়াখালীতে অনেক উদার, বীরশ্রেষ্ঠ বা সেরা মানুষ যেমন জন্মেছে, ঠিক তেমনি পৃথিবীর সেরা দেশ আমেরিকাতে অনেক চোর জন্মেছে। ব্যাক্তিগত আমি মনে করি এক বিশ্ব, এক দেশ। যে শিশু সুদানে জন্মেছে, পৃথিবীর উপর তার অধিকার যে শিশু সিডনীতে জন্মেছে, তার চেয়ে কোন অংশে কম নয়। সীমানা নিয়ে দেশে দেশে যে অসামান্য হিংস্রতা হয়, তা পৃথিবীর সীমিত সম্পদের সবচে দুঃখজনক অপচয় মনে করি।

এক পাকিস্থান ছাড়া দেশ হিসেবে কোন দেশকে আলাদা করিনা। পাকিস্থানকে অমানব, বর্বর মনে করি সবসময়। পাকিস্থানী কোন জিনিস সাধারনত ব্যবহার করি না। আউটসোর্সিয়ের ব্যবসা যেহেতু করি, পাকিস্থানী কিছু অফার মাঝে মাঝে পাই। কখনো সেগুলোতে কাজ করিনি, ইন শা আল্লাহ কখনো করবো না।

আজকে ভারতও আমার কাছে খুনী এক রাস্ট্রের নাম হয়ে দাড়াল। হায়!!! আল্লার এই বিশাল দুনিয়া মাঝে মাঝে এতো ছোট মনে হয়, নিশ্বাস নিতে কষ্ট হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.