সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।
ক.
নিলোফা’র সাথে মোর চতুর বচসা
কটাক্ষে লবঙ্গজ্বালা খলহাসি সাজি
ঠোঁটের নিরালা কোণ আর দন্তরাজি
যেনবা বাগানে চোর, মালী রূপে আসা।
নিলোফা’র সাথে মোর মৃদুলা কথন
চারুবাক মৃদুবাক অথবা সতত
বিবিধ ভাষাতে হয় বাক্যালাপ যত
হেন ভাবে কেঁপে উঠে নৃপতি মদন।
নিলোফা’র সাথে মোর গভীর প্রতীতী
বেগাবেগ চ্যুত করি ধায় চন্ডাবেগে
নিরালা অন্তরে যদি লঘু চর জাগে?
এ কথনে নাচে নিশা হেরে যায় পৃথ্বি।
খ.
কেমন রসিক তুমি?
আজ বিকেলে আসবে ব’লে
‘ভালবাসি’ বলবে ব’লে
দোরগোড়াতে সেন্ট লাগিয়ে বসে থাকি আমি
পরে জানলাম তোমার নাকি ভীষণ আলসেমী!
গ.
চোখের ভিতর বিরাট সাগর, গভীর কালো
নোনতা মাখা অথৈ জলে উঠলো হাসি
ও দু’টো চোখ বুঁজেই থাকুক, সে-ই ভালো
নাকি তোমার কাজল আঁখির জলটা দেবে, দিবানিশি?
মনের ভেতর গড়ের মাঠের ভীষণ দূর
মন ফেরালেই দগদগে ঘা, দারুণ খরা
রনপা চেপে পাড়ি-ই দিলাম অবসাদপুর
নাকি তোমার হৃদস্পন্দনে শুনতে কি পাই, কাঁটায় ভরা?
হাতের পাশে হাত বাড়ালে কষ্টিপাথর
অস্থিরতা জানে ব’লে হাতের দোহাই
ও দু’টো হাত সরেই থাকুক, ভয়ে নিথর
নাকি তোমার আলতামাখা হাতটি দেবে, স্বপ্নে রাঙাই?
জীবন লতায় আপনি বাজে আঁখিজলপাত
পা ফেরালেই উল্টো হাঁটা ইস্টিশনে
ও দু’টো পা’য় লেগেই থাকুক কাঁটার আঘাত
নাকি তোমার নিথর দু’টি পা বাড়াবে, গোলাপ বনে?
ঘ.
আমার জবানীতে পেশ করিতে আজ্ঞা হোক
এ বিলম্বিত ত্রিতাল, সুর রসিকেরা পানাহারে রত
হয়ে শুনিবেন মার্জনা করি, নচেৎ সিনার এ শোক
মালা জাল দিয়ে ছেঁকে নেব, নই আমি সেরূপ কৈবর্ত
এ বঙ্গে আছে কত হক্কানী-রব্বানী, আরো আছে
কত জ্ঞানীজন, মুক্তবুদ্ধি পুস্তকরচনাদি,
আমি তো নিছক গায়েন। বুঝিনা তাতে কী বা এসে গেছে
মনে হয় শুধু দুর্যোধনের দরবারে দেখো জিম্মী দ্রৌপদি
বুদ্ধির ছিলা টানটান করি কী মনোহর দেখ মানব মানবী
পসরা সাজায়েছে জ্ঞানগড়িমার, পটুয়ারা মোশগুল
সদা সোন্দরের আর্চনায়, লেখকেরা ভাড়া খাটে কেতাবী
মোড়কে; ফুটিছে কি সত্যের মজেজা তবু? ফুটিছে কি প্রজ্ঞার ফুল?
রসিকজনেরা তাই মার্জনা করি শুনিবেন মদিরায় হয়ে চুড়,
এ গায়েনও ভাজে গীত, বিয়োগ করিয়া তব বাণী ও সুর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।