আমাদের কথা খুঁজে নিন

   

আব্দুস সালাম পিন্টুর জামিন

টাঙ্গাইলের ভূঞাপুরে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু জামিন পেয়েছেন।

আজ রোববার টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালতে জামিন আবেদন করা হলে বিচারক শিউলি রানী দাস শুনানী শেষে জামিন মঞ্জুর করেন। এদিকে বেলা ১১টার দিকে আব্দুস সালাম পিন্টুকে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে আব্দুস সালাম পিন্টুর ছোট ভাই ও জেলা বিএনপির সাধারন সম্পাদক কৃষিবিদ শামছুল আলম তোফা ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

আদালত  চত্বরে দলীয় শত শত নেতাকর্মীরা সালাম পিন্টুর মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে। এছাড়াও আব্দুস সালাম পিন্টু মুক্তি পরিষদের নেতাকর্মীরা মুক্তির দাবিতে আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ বের করে। এ মামলায় জামিন পেলেও ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় কারাগারে আটক রয়েছেন আব্দুস সালাম পিন্টু। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.