আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণচূড়া



চারদিকে জারুল, কৃষ্ণচূড়ার মন রাঙানো ফুল এখন আমার তনুমনে শিহরণ জাগায়না , কেবলই বয়ে চলেছি পাহাড়সম যন্ত্রণা । যেদিন ঘাস-রঙা শাড়ি , খোপায় আগুণরঙা কৃষ্ণচূড়া , আর কপালে গাঢ় লাল টিপে তোমায় দেখেছিলাম অপলক দৃষ্টিতে ,মনে হয়েছিল-এতো মর্তের রমনী না । বিমুগ্ধ আমি অস্ফুট স্বরে বলেছিলাম -অপার্থিব সুন্দর, নীলান্জনা । আচ্ছা , এখনো কী অমন করে সাজো ? খু-উ-ব দেখতে ইচ্ছে করে , সোনা । এখন কৃষ্ণচূড়া মানে বুকের পাঁজরে রক্ত- ক্ষরণ , বোবা-কান্না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।