আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণচূড়া এক বহতা নদীর নাম (দুই)

তারাঁদের ইসকুলে আমি এক লবন চাষীর ছেলে,ক্ষয়ে যাওয়া চাঁদ! সে আমার মা...

আমায় তুমি না করোনি; না করেছে সবুজ ওড়না আমি তার নীরব প্রতিবাদ মেনে নিয়েছি সবুজ ওড়নার রক্তচোখের প্রতিবাদ করা যেতো সুরমা পোড়ানো নীল সূর্যের আলোয় তবে এত জন্ম নিতো আরো আরো সব রাক্ষুসে মাকড়সার আর তুমি হারিয়ে যেতে- ফড়িংয়ের মায়া পাখনার এক নদী মুগ্ধতায়... কিন্তু আমিতো মুগ্ধতা চাইনা চাইনা আমার ক্ষেতের উপর দিয়ে উড়ে যাক ভীন দেশী চিল আর ফিঙ্গের দল ক্ষেতের ডোবা-নালায় বসবাস কীটদেরও যে আমি ভীষন ভালবাসি, তোমার ওড়না আর চোখের মতো... কৃষ্ণচূড়া; আমি জীদ করতে পারি পান করতে পারি নিজের রক্তও; এখন পৃথিবী ঘুমে কাতর, আর তুমি পরবাসী হাওয়ায় কূলেতে ঝুলছে বিস্ময়, জলে দুলছে টিমে আলোর মায়া অথচ দেখো, দুর থেকে দেখো- ডুবে যাচ্ছে ধীরে তোমারই আচঁল ভাঙ্গা ঢেউয়ে দোদুল্যমান কাগুজে নৌকো, যা আমরাই ভাসিয়েছিলাম কোন একদিন, উঠোনের বৃষ্টির জলে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।