এখনও কি তোমার কৃষ্ণচূড়া প্রিয় ফুল ঘুম থেকে জেগেই অধীর ব্যাকুল হয়ে হুমায়ুনের বইটি খুলে বাড়ান্দায় হাটতে হাটতে কৃষ্ণচুড়াটি হাতে তুলে মনে করতে আমাকে। এই কথা পথে যেতে যেতে কতো কতোবার বলেছো কতো কাজের ফাঁকে। এখনও শহীদ মিনারে কৃষ্ণচূড়া ফোটে বসন্ত এলে কিছু কোকিলও এসে জোটে বৃষ্টি হলে আমি রাঁধাচূড়াও খুজি তুমি বলেছিলো খোঁপায় রাধাচূড়া নেবে যদি আমি ভালোবাসা বুঝি।# সবুজ ২৩-৫-২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।