আমাদের কথা খুঁজে নিন

   

একটি সৃজনশীল(!) বাংলা ছায়াছবির পোষ্টার ও কিছু কথা.

আমার ব্যাক্তিগত উন্নয়ন কাজ চলছে.. (উন্নয়ন শেষ হলে বাকীটুকু দেখতে পাবেন হয়তো..)

প্রথমেই আমার সালাম সকল-কে.. এটিই আমার প্রথম কোন বাংলা ব্লগ -এ.. তাই সকল প্রকার ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি.. শহরের অলিতে-গলিতে চলতে গেলে একটি জিনিসের প্রতি আমাদের সকলের-ই মনের অজান্তে চোখ চলে যায়.. আর তা হল নতুন ছায়াছবির বিজ্ঞাপন.. মানে তথাকথিত "ছবির পোষ্টার".. আর তা কখনো আড়চোখে তাকিয়ে.. অথবা কখনো চশমার ফাঁক গলে দেখার চেষ্টা করি.. যদিও বেশির ভাগ পোষ্টার এর -ই অবস্থা পরিচিত জনদের সামনে দেখার মত নয়.. এবং পোষ্টার দেখেই ছবির কাহিনী বলে দেওয়া যায়.. তবু সেই সব পোষ্টার দেখার অভিজ্ঞতা থেকে-ই নিজে কিছু পোষ্টার তৈরি করেছি.. সেই প্রয়াসের-ই একটি নিম্নে প্রদর্শিত হচ্ছে.. পাঠক এবং দর্শক (যেহেতু ছবিটি দেখেছেন..), আশা করি ছবির মূল কাহিনী আপনারা বুঝতে পারছেন.. তবু যদি নতুন কোন সৃজনশীল কাহিনী এই ছবি দেখার পর আপনার মনে বাসা বাঁধে.. তবে মন্তব্যের জন্য বরাদ্দ জায়গায় পোষ্ট করবেন আশা করছি.. আপনি.. আমি, কিংবা আমরা সকলে মিলে হয়তো বদলে দিতে পারি বাংলা ছবির সংস্কৃতি.. ধন্যবাদ..


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.