আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়াকে কঠোর হুঁশিয়ারি

রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠার পর সিরিয়ার প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। বিদ্রোহীদের বিরুদ্ধে আসাদ বাহিনীর রাসায়নিক অস্ত্র প্রয়োগের ব্যাপারে তারা গুরুতর প্রতিক্রিয়া দেখানোর হুমকি দিয়েছেন। গতকাল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেন, মার্কিন সেনাবাহিনী সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শনিবার এ ব্যাপারে ফোনে ৪০ মিনিট কথা বলেন। দামেস্কের পূর্বাঞ্চলে গত সপ্তাহে আসাদবিরোধীদের ওপর রাসায়নিক অস্ত্র হামলা হয়েছিল_ নানা ধরনের তথ্য ও প্রমাণে তা বেরিয়ে আসছে। আর এটি নিয়ে রীতিমতো শঙ্কিত ওবামা ও ক্যামেরন। এদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে সিরীয় তথ্যমন্ত্রী ওমরান জোয়াবি লেবাননভিত্তিক আল মায়াদিন টিভিতে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন মারাত্দক বিক্ষুব্ধ পরিস্থিতির সৃষ্টি করবে। ইরানের হুঁশিয়ারি : সিরিয়ায় হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রকে 'ভয়াবহ পরিণাম' ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানি সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা। গতকাল দেশটির বার্তা সংস্থা ফার্স সশস্ত্র বাহিনীর উপ-স্টাফ প্রধান মাসুদ জাজায়েরির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র চূড়ান্ত সীমা অতিক্রম করলে হোয়াইট হাউসকে ভয়াবহ পরিমাণ ভোগ করতে হবে। সিরিয়া ইস্যুতে ওয়াশিংটন সীমা পেরোলে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ার করেছে মিত্র দেশ ইরান। উল্লেখ্য, মার্কিন রণতরী এখন সিরীয় উপকূলে অবস্থান করছে।

রাসায়নিক অস্ত্রের সত্যতা মিলেছে! : রাসায়নিক অস্ত্র প্রয়োগে মৃত্যুর প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মেডিকেল দাতব্য সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ)। আক্রান্তদের শরীরে নিউরোটঙ্েিকর নমুনা পাওয়া গেছে। এদিকে হাসপাতালে ভর্তি তিন হাজার ৬০০ রোগীর মধ্যে ৩৫৫ জনের মৃত্যু ঘটে রাসায়নিক অস্ত্র প্রয়োগের কারণেই। পশ্চিমা দেশগুলো এ জন্য আসাদ সরকারকে দায়ী করছে। বিবিসি, এএফপি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.