আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজিবাদ অথবা লাম্পট্য



জাহেদ সরওয়ার (পুঁজিবাতান্ত্রিক দেশগুলো তেল খেয়ে বাঁচে- জাঁক দেরিদা) তারপর শুরু হয় লাম্পট্য- আমি আম পাড়ি, দেয়াল টপকায় তার চোখ সে দিকে আম ছুড়ে মারি। সে আম খায় আমি আম পাড়ি... -আম পাড়া শেষ হয় তাকে রাতে আসতে বলি। কিশোরী চলে যায় সুগঠিত পাছা দুলিয়ে -ফের আসে রাতে। দেয়াল ডিঙ্গিয়ে দুজন দৌড় মারি খোলা বিলের দিকে- তাকে আম দেই, আরো আম দেই। সে আম খেতে থাকে... আমি তার বুকে হাত রাখি, ফ্রগ খুলি সে বাধা দেয়। আবার আম দেই, সে হাত সরায়- জেগে উঠা শান্ডুলের দিকে তাকিয়ে বিস্ফারিত হয় তার চোখ-এত বড়! কি? আম না শান্ডুল- অনেক বড় আম দেই সে ফাঁক করে উরু, উপরে মেঘ গুরু গুরু সে আম খায় উল্লাসে অজস্র ক্ষুধা সুদ্দু তাকে খাই আমি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.