সফররত ডেনমার্কের উন্নয়ন সহায়তাবিষয়ক মন্ত্রী সোরেন পিন্ড বলেছেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগে সবচেয়ে বড় বাধা হলো জ্বালানি সমস্যা। এ সমস্যার সমাধান করতে পারলে এখানে বিদেশি বিনিয়োগ আসবে। রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল সকালে অনুষ্ঠিত ‘ডেনমার্ক-বাংলাদেশ ম্যাচ মেকিং ইভেন্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ডেনিশ মন্ত্রী এ মন্তব্য করেন। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরীসহ ডেনমার্ক ও বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য রাখেন। ডেনিশ মন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে।
এ সম্ভাবনা কাজে লাগাতে বিদেশি বিনিয়োগ প্রয়োজন। এখানে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো জ্বালানি সমস্যা। এ সমস্যার সমাধান না হলে বিদেশি বিনিয়োগ হবে না। সরকার যদি জ্বালানি সমস্যার সমাধান করে প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করতে পারে তাহলে বিদেশি বিনিয়োগ আসবে। তিনি বলেন, আমরা এখানে বিনিয়োগ করতে আগ্রহী।
তবে এই বিনিয়োগের জন্য উত্পাদনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। এ দেশের জাহাজ নির্মাণ শিল্প, মত্স্যসহ অনেকগুলো খাত ডেনিশ ব্যবসায়ীরা দেখেছেন। ২০০৯ সালের নভেম্বরে ডেনমার্কের ২১টি কোম্পানির প্রতিনিধি বাংলাদেশ সফর করেন। তারা এ দেশে বিনিয়োগে আগ্রহী। কেউ কেউ প্রাথমিক কাজও শুরু করেছেন।
তবে এসব বিনিয়োগ নিশ্চিত করতে জ্বালানি সমস্যার দ্রুত সমাধান করতে হবে সরকারকে। জ্বালানি সমস্যার সমাধান বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাণিজ্যমন্ত্রী ফারুক খান উইন্ড এনার্জি বা বায়ুশক্তি খাতে ডেনিশ বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশে প্রচুর দক্ষ জনশক্তি, বিনিয়োগ সহায়ক সরকারি নীতি এবং ব্যবসাবান্ধব পরিবেশ রয়েছে। জ্বালানি খাতে বিদ্যমান সমস্যা সমাধানে ডেনিশ সরকার বাংলাদেশকে সহায়তা দিতে পারে। বায়ুশক্তি খাতে ডেনমার্কের প্রচুর অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।