ছাত্র রাজনীতির নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সব ঘটনা ঘটছে তা যে নির্মূল করা যাচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসন এ বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে তা আমরা জানি না। তারা কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এমনকি কোন পদক্ষেপ নিতেও দেখছি না। একথা সত্য যে শিক্ষার্থীরা অনেকাংশে শিক্ষা প্রতিষ্ঠানের নিকট(শিক্ষকদের নিকট) দায়বদ্ধ।
নামে মাত্র রাজনৈতিক দল করলেও রাজনৈতিক দলের নিকট এরা দায়বদ্ধ থাকে না। অথচ আজকাল পরিস্থিতি দেখলে মনে হয় শিক্ষার্থীরাই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকেন। তাদের কথা মতই যেন সকলের চলতে হয়। শিক্ষার্থীদের শিক্ষা প্রশাসন নিয়ন্ত্রন করতে না পারলে রাজনৈতিক দল কিভাবে নিয়ন্ত্রন করবে? আমরা কি এতটাই অসহায় হয়ে গেলাম? কেন? আসলে আমরা ভয়কে জয় করতে পারিনাই। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ইচ্ছা করলে কঠোর হস্তে সব অনিয়ম দূর করতে পারে।
বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও ছাত্র রাজনীতির নামে কোন বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নাই। এমন নজিরও আছে। কারণ তারা কঠোর হস্তে সব অনিয়ম দূর করে বা করতে চেষ্টা করে। তবে কেন সব শিক্ষা প্রতিষ্ঠান এমন ভাল কাজ করতে পারে না? আমরা এরকম ভাবে নিজেদের আবস্থান থেকে সরে আসলে বা নিজেদের অবস্থান না ধরে রাখলে একদিন আমাদের পাঁয়ের নিচে মাটি থাকবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।