যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।
ঈদ মানে নয় ফুর্তি
ঘুম থেকে উঠেই রিকশায় করে কবরস্থান গেলাম।
মা এবং দাদা দাদীর কবর জিয়ারত করে বাসায় ফিরলাম।
ঈদের নামাজ পড়ে বাসায় ফিরেই আবার ঘুম।
বিকাল ৫টায় ঈদের প্রথম সেমাই খেলাম।
সারাদিন মোবাইল বন্ধ ছিল।
মোবাইল চালু করতেই একের পর এক এসএমএস আসা শুরু।
বন্ধুদের কেউ ফোন করে সমবেদনা জানাল।
খুব কষ্ট হচ্ছিল আমার।
ঈদ মানে কি আনন্দ ?
ঈদ মানে কি খুশি ?
যদি তাই হয়, তবে
বিশ্বাস করুন- এই ঈদ আমার জন্য নয়।
আল্লাহর কাছে একটা ছোট্ট করুণা ভিক্ষা-এতটা কষ্টের ঈদ কারোর জীবনে যেন আর যেন না আসে !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।