এতটা নিবিড় সম্প্রীতি গড়ে পিছু ফিরে চেয়ে দেখি
বিশ্বাস যাকে ভিত্তি ভেবেছি ছিলো সে শুধুই মেকি!
এতটা বছর কাছাকাছি থেকে আপন জেনেছি যাকে,
সহসাই লাগে কত যে অচেনা সেই প্রিয় মুখটাকে!
এতটা দীর্ঘ পথ পেরিয়েছি চোখে চোখ রেখে তবু,
দেখতে হয়েছে সেই নয়নেই আস্থাহীনতা কভু।
এতটা আস্থা রেখেছি যে জনে রাখবে ভেবেছি সেও,
হেয়ালী করেছে খেয়ালীপনায় কথা রাখেনি তো কেও!
এতটা সুরের মূর্ছনা তুলে ফিরিয়েছি হাসি যার,
সেই হাসি দ্যুতি রাঙ্গিয়েছে ধরা আমায় দিয়ে আধার!
এতটা সহনশীলতা রেখেছি ক্রোধোন্মত্ত মনে,
ক্ষুব্ধ প্রলাপ অভিমান ভেবে মেনেছি সঙ্গোপনে।
এতটা বুঝিয়ে ভূল সঠিকের শিখিয়েছি ব্যাবধান,
তবু ভূল বুঝে ভুল পথে তার এ অযাচিত প্রস্থান!
এতটা করেছি ত্যাগ তীতিক্ষা চাইনি তো প্রতিদান,
প্রত্যাশা ছিল স্বীকৃতি পাবে তুচ্ছ এ অবদান।
এতটা দৃপ্ত প্রত্যয় নিয়ে চলেছে একাকী আজ,
জানে না এ পথ কত বন্ধুর,কত রূঢ় এ সমাজ?
এতটা দম্ভ,অহমিকা ভেঙ্গে যাবে একদিন জানি,
অভিশাপ নয় এ যে স্বীকৃত এক সতর্ক বাণী..।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।