আমাদের কথা খুঁজে নিন

   

এতটা বয়স চলে গেলো, তবু কি আশ্চর্য, আজো কী জানলাম...



"এতটা বয়স চলে গেলো, তবু কী আশ্চর্য, আজো কী জানলাম বনভূমি কেন এত ভিন্ন ভিন্ন বৃক্ষ তবে বনভূমি? জল কেন এত স্বচ্ছ স্রোত নিয়ে তবে স্রোতস্বিনী? রক্ত কেন এত রক্তপাত নিয়ে তবে স্বাধীনতা? এতটা বয়স চলে গেলো, তবু কি আশ্চর্য, আজো কী জানলাম বনভূমি লোকালয় থেকে কেন এত দূরে থাকে? কিশোরীরা কেন এত উদাসীন, কেন এত নির্জনতাপ্রিয়? আর নদী কেন গভীরতা ছাড়া ঠিক ধারামতো চলতে পারে না? এতটা বয়স চলে গেলো, তবু কি আশ্চর্য, আজো কী জানলাম চড়ুইয়ের ঠোঁটে কেন এত তৃষ্ণা? খড়ের আত্নায় কেন এত অগ্নি, এতটা দহন? গোলাপ নিজেই কেন এত কীট, এত মলিনতা নিয়ে তবুও গোলাপ? এতটা বয়স চলে গেলো, তবু কি আশ্চর্য, আজো কী জানলাম একটি শিশুর কেন এত নিদ্রা, এত গাঢ় ঘুম আর তখন আমরা কেন তার মতো ঘুমুতে পারি না? (আদিজ্ঞান / আবুল হাসান) কেন ঘুমুতে পারি না? কেন ঘুমুতে পারি না? কেন ঘুমুতে পারি না? কেন ঘুমুতে পারি না? কেন ঘুমুতে পারি না?..........................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.