আমাদের কথা খুঁজে নিন

   

নারীকে আর কি কি ভাবে পণ্য বানানো যায়?

http://www.facebook.com/Kobitar.Khata
লড়াকুর একটি পোষ্ট থেকে নেয়া ছবি। নির্মল বিনোদন ক্রিকেট দেখতে টিভির সামনে বসি। কিন্তু ক্রিকেট এখন আর নির্মল বিনোদন নাই। কিছুটা উত্তেজক বিনোদনে পরিনত হয়েছে। ক্রিকেটের ফাঁকে ফাঁকে এখন নারী দেখের মাংসের তুফান।

প্রিয় ক্রিকেটারের খেলা দেখতে টিভির সামনে বসি। চার, ছয় মারলে বা উইকেট পড়লে শুরু হয়ে যায় মাংসের তুফান। ক্রিকেটের সাথে নারীদেহের সংযোগ কোথায় বুঝতে পারি না। নাটক সিনেমাতে না হয় প্রয়োজন আছে। হয়ত অদূর ভবিষ্যতে দেখতে পাবো ক্রিকেট বয় (যারা বাউন্ডারির চারদিকে বল কুড়িয়ে আনার কাছে নিয়োজিত থাকে) এর স্থল ক্রিকেট গার্লস দখল করে নিয়েছে।

তারা বিকিনি পরে বল কুড়াবে। দর্শক তাদের বিশেষ বিশেষ জায়গা গুলো দেখে আদিম সুখ পাবে। আর কিছু কিছু নারী এটা নারী স্বাধীনতার সুফল ভেবে বগল বাজাবে। নারীবাদীরা নারী অধিকার নিয়ে অনেক বড় বড় লেকচার মারে। কিন্তু নারী যে দিন দিন ভোগ্য পণ্যেতে পরিনত হচ্ছে তা নিয়ে কথা বলে না কেন? নারীকে পণ্য বানানের জন্য যতটা না পুরুষ দায়ী তার থেকে নারীরা হাজার গুন বেশী দায়ী।

লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগীতায় দেখেছি সুবর্ণা মিমি সুন্দরীদের সুন্দর লাগার জন্য টিপস দিতে। মানে কি কি করলে পুরুষের চোখে আরো বেশী কামুক লাগবে এইসব টিপস। হায় নারী। তোমরা নিজেরাই চাও পুরুষের ভোগ্য পণ্য হতে। এতে পুরুষের দোষ কি?
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.