আপুরা এটা নিজ দ্বায়িত্বে পইড়েন। তয় মাইনাস দিয়েন্না কিন্তু।
একদল মেয়ে একদিন বেড়াতে বের হয়েছে। তাদের সাথে ছেলে বন্ধু বা স্বামী; কেউ নেই।
ঘুরতে ঘুরতে তারা হঠাৎ একটা পাঁচ তলা (পাঁচ তারা নয়) হোটেলের সামনে গিয়ে পৌঁছাল।
হোটেলের বাইরে বোর্ডে লেখা, "শুধুমাত্র নারীদের জন্য" । যেহেতু তাদের সাথে কোন পুরুষ নেই, তারা ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিল।
রিসিপশন কাউন্টারে এক হ্যান্ডসাম যুবক বসা। মেয়েরা ঢুকতেই সে উঠে দাঁড়িয়ে উষ্ঞ অভ্যর্থনা জানিয়ে বললো, " দেখতেই পাচ্ছেন, এই হোটেলে পাঁচটি ফ্লোর আছে। এর যে কোন একটা ফ্লোরে আপনারা যেতে পারেন।
প্রত্যেক ফ্লোরের দরজায় লেখা আছে ভেতরে গেলে কি দেখবেন। ভেতরে গিয়ে পরখ করা লাগবেনা। "
তারা উঠে ১ম, তলার দরজার দিকে এগিয়ে গেল।
প্রথম তলার দরজায় লেখা, "বেঁটে ও সাধারণ যুবক"।
লেখা পড়েই হাসতে হাসতে কোন দ্বিধা ছাড়াই ২য় তলায় গিয়ে পৌঁছুল।
এখানে দরজায় লেখা, "বেঁটে কিন্তু হ্যান্ডশাম যুবক"।
মেয়েরা এখানেও সন্তষ্ট না হওয়ায় থামলনা, ওপরে উঠে গেল। ৩য় তলার দরজায় লেখা, "লম্বা ও সাধারণ যুবক"।
তারা ভাবল, দেখি আরেকটু ভাল কিছু দেখা যায় কি না। ৪র্থ তলার দরজায় গিয়ে তারা খুশীতে চিৎকার দিয়ে উঠল, লেখা, "লম্বা ও হ্যান্ডশাম যুবক"।
তাদের কয়েকজন তখনই ভেতরে ঢুকতে চাইল, কিন্তু ৫ম তলায় না জানি কি মিস করছে!! দ্বিধা দ্বন্দ্বে থাকতে থাকতে অবশেষে ৫ম তলায় যাবারই সিদ্ধান্ত নেয়া হল।
৫ম তলায় গিয়ে পৌঁছাল বান্ধবীর দল। এখানে যা লেখা ছিল তা হল,
" এখানে কোন যুবকের দেখা পাওয়া যাবেনা। মেয়েদের যে কোন ভাবেই সন্তষ্ট করা সম্ভব না, তা বোঝাতেই এই তলাটা বানানো হয়েছে। "
(কেই মাইন্ড খাইয়েন্না প্লিজ।
এটা নিছকই জোকস)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।