শহীদ কাকে বলে? সোজা কথায় ধর্মযুদ্ধে নিহত ব্যক্তিই শহীদ । অবশ্য এটা পুরোপুরিই ইসলামীক ব্যাখ্যা । প্রচলিত অর্থে দেশের জন্যে বা মানবকল্যাণে নিহত ব্যাক্তিরাও শহীদ বিশেষনের অন্তর্গত । ইংরেজি martyr এর সহজ বাংলাই হলো শহীদ । অবশ্য বাংলাদেশে শহীদের সংজ্ঞা বিকৃত হতে হতে এখন লজ্জাজনক একটা অবস্থায় পৌছেছে ।
রাজনৈতিক দলের পাতি নেতা চাদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেলেও শহীদ হয় । আর 'বাচলে গাজী মরলে শহীদ' বাহিনীর কথা তো বলার কিছু নেই, তারা মনে হয় সাপের কামড় খেয়ে মরলেও শহীদ খেতাব পায় । ঐসব শহীদের কথা নাহয় তোলা থাক । আপাতত সেলিব্রেটি শহীদদের কথা বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েই আমার এই লেখা ।
শহীদ বঙ্গবন্ধু বা শহীদ শেখ মুজিবুর রহমান কথাটা তেমন একটা প্রচলিত না। যেটা প্রচলিত ( বিশেষ করে বিএনপি-জামাত নেতাদের মুখে ) সেটা হলো শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান । নেতা - পাতি নেতারা তো বটেই, ম্যাডাম জিয়া নিজেও সভা-সমাবেশে, খালে-বিলে আর সংসদে জিয়াকে শহীদ আর বঙ্গবন্ধুকে মরহুম বলে অভিহিত করে আসছেন । আবার কালে ভদ্রে আওয়ামী নেতারাও বঙ্গবন্ধুকে শহীদের কাতারে নিয়ে দাড় করান । এখন আমার প্রশ্ন হলো, কোন যুক্তিতে তারা শহীদ বলে গণ্য হবেন? বঙ্গবন্ধু নিজের বাড়িতে আর জিয়াউর রহমান চট্টগ্রামে কোন ধর্মযুদ্ধে ব্যস্ত ছিলেন? দুজনই সেনাবাহিনীর কিছু উচ্ছৃংখল কর্মকর্তার উচ্চাভিলাষের স্বীকার হয়ে মৃত্যুবরন করেন।
স্থান, কাল আর পাত্র বাদ দিলে তাদের দুই জনের হত্যার ধরণ একই ।
বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান - কাউকে ছোট বা বড় করা আমার উদ্দেশ্য না । আমি যা বলতে চাইছি তা হলো মরহুম বলা হলে তারা দুইজনাই মরহুম, আর শহীদ বলা হলে দুইজনাই শহীদ । প্রায় হুবহু একই রকম ঘটনায় একজন মরহুম আর আরেকজন শহীদ হন কিভাবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।