আমাদের কথা খুঁজে নিন

   

রাবির সাবেক নেতাসহ শিবিরের ৬ নেতাকর্মী আটক



কক্সবাজারের সেন্টমার্টিন থেকে ছাত্রশিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টায় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নূরে আলম মিনা। এরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মিজানুর রহমান, কর্মী শাজাহান, মো. রায়হান, সানাউল্লাহ ও আশরাফুল ইসলাম। পুলিশ কর্মকর্তা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় পলাতক বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি শামসুল আলম গোলাপ শিবিরের ওইসব নেতাকর্মীদের সঙ্গে রয়েছেন- এ তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। ঘটনার খবর পেয়ে তিনি টেকনাফ থানায় যান।

অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জানান, সন্ধ্যায় আটক ছয়জনকে টেকনাফ থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে বলেছেন, সাংগঠনিক কাজে তারা কক্সবাজার এসেছিলেন। সেখান থেকে সেন্টমার্টিন বেড়াতে যান। শিবির নেতা সাঈদীর বিরুদ্ধে মতিহার থানায় পুলিশের ওপর হামলার মামলাসহ তিনটি মামলা আছে।

এছাড়া রাবি শাখা শিবির সভাপতি শামসুল আলম গোলাপ ও সাধারণ সম্পাদক মোবারক হোসেনের বিরুদ্ধে প্রতি ছাত্রলীগকর্মী খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে ছাত্রলীগকর্মী ফারুক হোসেন খুন হন। পুলিশ বলেছে, শিবিরের হামলায় গণিত বিভাগের ছাত্র ফারুক মারা গেছেন। এ ঘটনার পর সারা দেশে দুই শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশকিছু নেতাকর্মী আত্মগোপন করেছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.