রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ্ত সালাম ও সাংগঠনিক সম্পাদক আফিফকে আটক করেছে ডিবি পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।
এর প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের তিনটি গাড়ি, প্রক্টরের কার্যালয় ও জনসংযোগ দফতরে ভাঙচুর চালিয়েছেন এবং ঢাকা-রাজশাহীর গুরুত্বপূর্ণ মহাসড়কটি অবরুদ্ধ করে রাখে। এতে দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন বাণিজ্যিক কোর্স বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে দিনের বেলা প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিলেন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ্ত সালাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।