আমাদের কথা খুঁজে নিন

   

রাবির ভর্তি পরীক্ষা স্থগিত

আগামী ১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “রোববার থেকে তিন দিনব্যাপী হরতাল দেয়ায় দূর-দূরান্তের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা তাৎক্ষণিকভাবে ভর্তি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি।”
ভর্তি পরীক্ষা পরবর্তী কবে অনুষ্ঠিত হবে জানতে চাইলে তিনি বলেন, আগামী কাল (শনিবার) ভর্তি কমিটির বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকের পরই ভর্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি গণমাধ্যমে ও বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ডে দেয়া হবে।
উপাচার্য আরো বলেন, ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আর এজন্য শুক্রবার বিকাল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহী বিভিন্ন কলেজ, হোটেল মালিক, পরিবহন ইউনিয়নের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠক হয়।
বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের আটটি ইউনিটে ৪৭টি বিভাগে তিন হাজার ৯৭৩ আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়ে এক লাখ হাজার ২২৪টি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.