আমাদের কথা খুঁজে নিন

   

রাবির রোকেয়া হলে প্রবেশ মূল্য ২০ টাকা!

ভাল আসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান/স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা ছাত্রীদের রোকেয়া হলে প্রবেশ করতে হলে গুনতে হচ্ছে ২০ টাকা। বিশ্ববিদ্যালয়ের অন্য ১৫টি আবাসিক হলে ভর্তিচ্ছুদের থাকার জন্য কোনো টাকা দিতে না হলেও রোকেয়া হল প্রাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস এ টাকা নিচ্ছেন বলে জানা গেছে। এঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ভর্তিচ্ছুরা।

হল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা ছাত্রীদের রোকেয়া হলে প্রবেশের সময় হল গেইটে পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপির সাথে ২০ টাকা দিতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলোতে ভর্তিচ্ছুদের শিক্ষার্থীদেও কোন টাকা দিতে হচ্ছেনা ।

রোকেয়া হলের কয়েকজন আবাসিক ছাত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ক্যাম্পাসে আসেন। বিশ্ববিদ্যালয়ের আবসিক হলে অবস্থান করে তারা পরীক্ষায় দেয়। এজন্য কোনো ফি আদায় করা হয় না। কিন্তু এবার হল প্রশাসন এভাবে টাকা নিচ্ছে।

যা বিশ্ববিদ্যালয়ের ভবমূর্তিকে ক্ষুন্ন করবে।

বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল প্রাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস বলেন, হল পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ভর্তিচ্ছুদের কাছ থেকে ২০ টাকা নেওয়া হচ্ছে। এ টাকা হলের আয়া ও কর্মচারিদের দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিষয়টি নিয়ে আমরা কথা বলে সিদ্ধান্ত নেব। ###



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.