আমাদের কথা খুঁজে নিন

   

রাবির ঘটনা এবং প্রশাসন

পাখি পর্ব চলছে

কিছুই ছিল না বিষয়টা। একটা বাসের একটা সিট নিয়ে এমন ঘটনাটা ঘটল। বিনোদপুর গেটের হানিফ কাইন্টার থেকে একটি ছেলে ঢাকা যাবার জন্য টিকেট কাটে। কাউন্টারের দ্বায়িত্বে থাকা লোকটি তাকে টিকেট না দিয়েই গাড়িতে তুলে দেয়। এমনটি হরহামেশাই ঘটে থাকে।

এইবার সুপার ভাইজার তাকে নাটোরে (মতান্তরে-বানেশ্বরে) নামিয়ে দেয়। সেই ছেলেটি তার বন্ধুদের সাথে মোবাইলে যোগাযোগ করে যে, তাকে নামিয়ে দেয়া হয়েছে। তার বন্ধুরা বিনোদপুরের সেই কাউন্টারে এসে টিকেট বিক্রেতার সঙ্গে বাদানুবাদে লিপ্ত হয়। এবং এক পর্যায়ে হাতাহাতির সূত্রপাত হয়। ছাত্ররা (ছেলেটির বন্ধুরা) লোকটিকে কাউন্টার থেকে বের করে দিয়ে সেখানে আগুন লাগিয়ে দেয়।

এইবার বিনোদপুরের স্থানীয় লোকেরা ছড়িয়ে দেয় যে বাজারে আগুন লাগানো হয়েছে। এই সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকেরা উত্তেচজত ও সহিংস হয়ে ওঠে। তারা বিনোদপুর বাজারে যে ছাত্রদের পেয়েছে সেই সময় তাদেরই পিটিয়েছে। ফলে ছাত্ররাও উত্তেজিত হয়ে ওঠে। ফলে সংঘর্ষ শুরু হয়।

এই সংঘর্ষে ছাত্ররাই আহত হয় বেশি। রাত প্রায় সাড়ে বারোটা পর্যন্ত ছাত্ররা রাস্তা এবং ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা দখল করে রাখে। এই সময় ভিসি, প্রক্টর বা দ্বায়িত্বশীল কাউকেই উপস্থিত থাকতে না দেখে ছাত্ররা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ভিসির বাসভবন ভাংচুর করতে যায়। কিন্তু গেটটা শক্ত থাকায় ভাঙ্গা আর হয়ে ওঠেনি। এখানে একটি বিষয় লক্ষণীয় যে, যা হয়েছে তা একদল অবিবেচক ছাত্র এবং স্থানীয়দের ক্ষমতা প্রদর্শন ছাড়া আর কিছুই নয়।

কিন্তু বিশ্ববিদ্যালয়টি যে বন্ধ হয়ে গেল সেটি কিন্তু প্রশাসনের অদূরদর্শীতার ফল। তারা চাইলেই এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারতো। এই বিষয়ে পরে বিস্তারিত লেখা হবে। কারণ আমি এখন রাজশাহীতে। ঢাকার গাড়ি ধরব।

...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.