আমি ক্ষুধার্ত আমায় খেতে দেবেন ,সেই সকালে কি খেয়েছি মনে নেই ।শুধু খেতে দাও এক থাল ভাত, না হোক ধোয়া উঠা, না হোক কোনো সবজী। লবন দেয়া এক থাল ভাত।
ছড়িয়ে দাও ভাতটুকু ধুলা মাখানো জমিনে তবুতো খেতে পারবো।
এবারের শীতে খুব কষ্ট হয়েছে, বিনিন্দ্র রাত কেটেছে একটু উষ্নতার জন্য। অপেক্ষায় ছিলাম কোন ভোট প্রাথীর যারা কিনা কম্বল দেয় ,গতবছরের শীতের মতো, ইশ প্রতি বছর যদি নির্বাচন হতো তাহলে শীত কালটা ভালোই কাটতো।
আজ শেষ রাতে হোটেলের লাইনে দাড়াতে হবে যদি কিছ উচ্ছিট পাওয়া যায় কিনা।
এবারের বর্ষাটা বিরামহীন ভিজবো, রোদে পুড়বো।
আমি আমার নাম জানিনা,কেউ বলে ছেড়া-পিচ্চি-হারামজাদা
কেউকি আমার নামটা পরিবর্তন করে দিবেন কোনো খরচ হবেনা,শুধু একবার ডাকবেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।