mhfoez@gmail.com
আমার প্রতিবেশী বড়বাবুর
পোষা কুকুর ক্ষিধায় কুঁকড়ে উঠে ।
বড়বাবু বিচলিত হয়
মাংসের টুকরো নিয়ে বড়বাবু ছুটে যান,
ভাতের থালা নিয়ে বাবুগিন্নি ছুটে যান,
বাড়ি ভরা মানুষ হা হা করে উঠে
কুকুরটা ক্ষুধায় কুঁকড়ে কুঁকড়ে উঠে ।
রাস্তার উপর একটা জীব
ক্ষিধায় কুঁকড়ে কুঁকড়ে উঠে
জীবটা আবিকল মানুষের মত
মুখটা আবিকল মানুষের মত
ক্ষিধায় ন্যুজ হয়ে আছে
দৃষ্টিটা আবিকল মানুষের মত ।
ক্ষুধার্ত জীবটার কাছে কেউ
মাংসের টুকরো নিয়ে ছুটে যায় না ।
ক্ষুধার্ত জীবটার কাছে
ভাতের থালা নিয়ে কেউ ছুটে যায় না,
চারদিকের কোন মানুষ
হা হা করে উঠেনা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।