সাধারণ মানুষ
গত রাতে বাসায় আসছি ভোর ৫টায়। (জানিয়ে রাখি, গতকাল দিনেও অফিস করছি ৩:৩০ পর্যন্ত ) বাসায় এসে ভাবছিলাম দিব এক হেভিওয়েট ঘুম। কিসের কি? ৯ টার সময় জনৈক ব্যক্তি অনেক দূরে থেকেও আমার ঘুম ভাঙ্গাইয়া দিলেন। (ভাবতেছেন কিভাবে সম্ভব? আরে, ভাই আমার মোবাইলে ফোন করে )
যাক ঢুলতে ঢুলতে ১২ টার দিকে অফিসে পৌঁছে দেখি, বস গেছে মিটিং এ আমি সারাদিন কোন কাজই করি নাই। ব্লগ পড়ছি , আর কমেন্টাইছি কয়েকটা।
(বস সামহয়ার এ নাই, তাই স্বীকার করলাম)
৩:৩০ ঘটিকায় লিফট ধরার জন্য দৌড়, তারপর বাস ধরার জন্য দৌড়। (দৌড় ভালই দিয়েছিলাম মনে হয়, আমার পরে আর কেউরে ঐ বাসে উঠতে দেখি নাই। আমি তো উসাইন বোল্ট হইয়া গেছি মনে হয় )
বাসায় ফিরেছি ঝিমাইতে ঝিমাইতে। তারপর, ইফতার খেয়ে বসে আছি। কারন্ট আসে আর যায়।
কোবতে লিখতে ইচ্ছা করছিল : " বাসার ভিতর অচিন করেন্ট কেমনে আসে যায়?" (লালন কে অপমান করা আমার উদ্দেশ্য না, আমি উনাকে বহুৎ সম্মান করি)
এখন আমি ঘুমার্ত ও ক্ষুধার্ত।
আপডেট: এই মাত্র খাবার পাইছি এবার ঘুমানোর দরকার। আবহাওয়াটাও ঘুমানোর জন্য জোশ বলে মনে মনে হইতেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।