সুস্থ জীবনের জন্য একজন মানুষের প্রতিদিন প্রায় তিন লিটার বিশুদধ পানি পান করা দরকার । এ ছাড়া স্বাস্থসম্মত জীবন যাপনের অন্যান্য প্রয়োজন মেটাতে জনপ্রতি আরও প্রায় ৩০০ লিটার পানি প্রয়োজন । ভূগর্ভের পানি উত্তোলন যেহেতু ক্রমেই ব্যয়বহুল হয়ে পড়ছে, সে কারনে সর্কতার সঙ্গে এই মূল্যবান সম্পদের ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
সেই ১৮৭৮ সাল থেকে ঢাকায় পরিস্রুত পানীয় জলের সরবরাহ যাত্রা শুরু করলেও তা চাহিদার সঙ্গে আজও পেরে ওঠেনি। ভূগর্ভস্থ উৎসের পানি পাম্পের সাহায্যে তুলে পাইপ লাইন দিয়ে সরবরাহ শুরু হয় ১৯৪৯ থেকে ।
ঢাকা ওয়াসার গভীর নলকূপের সংখ্যা ৭০০-এর বেশি। ঢাকা ওয়াসা ১৯৬৩ সালে যাত্রা শুরু করে ৩৩ টি গভীর নলকূপ নিয়ে। ওয়াসার মোট উৎপাদিত পানির ৮০ শতাংশ আসে ভূগর্ভের উৎস থেকে। কয়েক বছর আগেও ২০০ ফুট গভীরতায় নলকূপে পানি পাওয়া যেত । এখন ৩৫০-৪৫০ ফুট গভীরতায় নলকূপও বাতিল করতে হচ্ছে।
নতুন নলকূপ স্থাপিত হচ্ছে ৯০০-১০০০ ফুট গভীরতায়।
ঢাকায় ভূগর্ভস্থ পানির স্তর অবনমন বছরে প্রায় ১০ ফুট।
এই পটভূমিতে, আমাদের ভূগর্ভস্ত জলের ব্যবহারে সতর্ক ও মিতব্যয়ী হওয়ার বিকল্প নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।