আমাদের কথা খুঁজে নিন

   

ক্রমেই পুত্রেরা হয় পিতার চেয়ে নিকৃষ্টতম

দৃশ্য শিকারের বন্দুক

অন্ততঃ একটা কবিতার জন্ম না হওয়া পর্যন্ত সূর্যও অস্ত যায় না কোনি মার্কাম অঙ কবিতা আত্মার বিচারক হেনরিক ইবসেন ওয়াইন হচ্ছে বোতলজাত কবিতা রবার্ট লুইস স্টিভেনসন বিষয়ের দুধের সরে কবি রহস্যজনকভাবে নীরব জি. কে. চ্যাস্টার্টন স্যার, কবিতা নিশ্চিতভাবেই একপ্রকার নেশা জর্জ ফার্ক্যুহার কবিতা উপলব্ধির ঘরে প্রবেশের দরোজা ফ্লোরিয়া কবিতাই অনুভূতির গবেষণাগার দ্যায়ার্স ম্যাডি সারা সকাল জুড়ে আমি আমার একটা কবিতার প্র“ফ দেখে একটা কমা উঠিয়ে দিলাম আর বিকেলে কমাটাকে ঠিক আগের স্থানেই বসিয়ে দিলাম অস্কার ওয়াইল্ড তোমাকে ভালোবাসি আর ভালোবাসি-না, এ-দুয়ের মধ্যে নুন্যতম কোনো সময় নেই যাকে গণণা করা যায় লোনিই হীক্স একটা কবিতা লেখতে গেলে বিশ্বকে একসঙ্গে দেখাতে হয় হৃদয় আর হৃৎপিণ্ড ফোলেনচাইল্ড সবচেয়ে বড় ক্রাইম হচ্ছে কবিতায় রিদম না থাকা ড. হিতেষ শীথ ব্যকরণের মানে সামান্যই, কবিতায়, অনুভবের শর্তই শব্দের শর্ত পিটার এ. রসাদো অনুবাদ : আমজাদ সুজন ২৯.১১.২০০৭


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.